চট্টগ্রামের পটিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর সাড়াশি অভিযানে যুবলীগ নেতা শহিদুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পটিয়া পৌর সদর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম। সে পটিয়া পৌরসভার ৭ নং ওয়াডের বাহুলী এলাকার মাওলানা ইকবালের বাড়ির বাদশা মিয়ার ছেলে। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম পটিয়া পৌরসভা ৭ নং ওয়াড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করে আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।