চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. জুলকারনাইন চৌধুরী জীবন বলেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় মানুষের জন্য কাজ করে যাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়ন কাজ চলছে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে নৌকার মনোনয়ন দিলে পটিয়াকে আধুনিক ও স্মার্টনগরী বানানো হবে। শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ফেরার পর পটিয়ায় এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এর আগে তিনি দুপুরে চট্টগ্রামের শাহ্ আমানত বিমান বন্দরে নেমে দুই শতাধিক গাড়ি বহর নিয়ে পটিয়া উপজেলার কুসুমপুরার বিনেনিহারা গ্রামে আসেন। তার গাড়ি বহর শান্তির হাট এলাকায় পৌঁছালে হাজারো নারী পুরুষ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এবং মহাসড়কে নেতাকর্মীরা স্লোগান দিয়ে মিছিল সহকারে নিয়ে আসেন। এসময় বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল প্রায় সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়কের পটিয়ার কুসুমপুরা শান্তির হাট থেকে বোর্ড অফিস পর্যন্ত দীর্ঘ দেড় কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। এসময় নেতাকর্মীদের গাড়ি বহরের কারণে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ে।
পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মোহাম্মদ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় এতে বক্তব্য রাখেন কুসুমপুরা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, ইউছুফ খান, মহিউদ্দিন সুমন, জাহাঙ্গীর মেম্বার, ডা. জাহাঙ্গীর, হিরু মেম্বার, রহিম মেম্বার, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবদুল কাদের, মো. সাহেদ, পটিয়া উপজেলা নাফিস ইকবাল, আতিকুর রহমান, মো. সালাহউদ্দীন রাকিব, রিদয়, আজিজ, সামির, আসিফ, শাহাদাত, নয়ন, তাহসিন, রাকিব।