পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কমল মুন্সির হাট এলাকার আনসার ক্যাম্পের সামনে একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাসটি পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কমল মুন্সির হাট এলাকায় আসলেই বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী এস এম আজিজুর রহমান খোকন (৩৬) ঘটনাস্থলে নিহত হন এবং অপর আরোহী বোরহান উদ্দিন নাছির (৩২) আহত হয়েছেন। এ ঘটনায় ৪৫ বছর বয়সী আরও অজ্ঞাত একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত এস এম আজিজুর রহমান খোকন পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১নং ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার মৃত আহমদুর রহমানের ৪র্থ পুত্র ও আহত বোরহান উদ্দিন নাছির (৩২) একই এলাকার আবু সিদ্দিকের পুত্র বলে জানা গেছে। তারা দুইজন সম্পর্কে চাচা ভাতিজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমল মুন্সির হাট এলাকায় আনসার ক্যাম্পের সামনে একটি যাত্রীবাহী বাস দুইজন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বাসটিকে আটক করে। ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাছিম নওশাদ বলেন, মধ্যরাতে বেশ কয়েকজন লোক সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নিয়ে আসে। এ সময় তাকে আমরা মৃত ঘোষণা করি। তবে তার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায় নি।
এরপর একই দুর্ঘটনায় রাত ১২.৪৫ মিনিটের সময় আরও দুইজনকে হাসপাতালে আনা হলে এস এম আজিজুর রহমান নামের একজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং বোরহান উদ্দিন নাছির নামের একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় ঘাতক বাসটি পটিয়া হাইওয়ে পুলিশ আটক করেছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে।