পটিয়ায় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

পটিয়ায় দেশীয় তৈরি ৭শ’ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে পটিয়া থানা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

গতকাল শনিবার ভোর সোয়া ৫টার দিকে পটিয়া পৌরসভাস্থ তালতলা চৌকির জাহাঙ্গীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর থেকে এ মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন বোয়ালখালী উপজেলার আহল্লা দরবার শরীফ, শেখ চৌধুরী পাড়ার সামশুল আলমের পুত্র মোঃ রাশেদ উদ্দিন (২৮) ও পটিয়া উপজেলার পূর্ব রতনপুর, মৌলভী বাজার হামিদ আওলিয়া মাজারের পূর্ব পাশের মৃত আব্দুল জলিলের পুত্র জাফর আলম (২৮)। জানা গেছে, এসআই মোহাম্মদ ইয়ামিন সুমনসহ একদল পুলিশ ডিউটিরত অবস্থায় গোপন সংবাদে খবর পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭শ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন এবং মাদক বোঝায় সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেন। উদ্দারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, চোলাইমদ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনী প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিরিল রামাফোসাই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধসিকিমে ভূমিধস, আটকা পড়েছেন ১০ বাংলাদেশি পর্যটক