পটিয়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১১:৫৫ পূর্বাহ্ণ

পটিয়ায় মোবাইল ফোনে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও অপহরণের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. নাজিম উদ্দিন নামের ওই ঠিকাদারী ব্যবসায়ী গত সোমবার পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নাজিম পটিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড সুচক্রদন্ডী এলাকার মৃত মনির আহমদ সওদাগরের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত কিছু দিন ধরে (০১৮৬০৭৯৬৮২৮) একটি নম্বর থেকে নাজিম উদ্দিনের মোবাইল ফোনে কল করে কখনো ১৫ লক্ষ টাকা আবার কখনো ২৩ লক্ষ পাবে দাবি করে আসছে। যদি টাকা না দেয়া হয় তাহলে তাকে অপহরণ করে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, ফোন করা ব্যক্তিকে আমি চিনি না। তাছাড়া এ ধরণের কেউ আমার কাছে কোন টাকাও পাবে না। তার নাম জিজ্ঞেস করলে সে মো. ফারুক বলে আমাকে জানায়। হুমকির পর থেকে দেশের চলমান পরিস্থিতিতে আমি ও আমার পরিবার অনেকটা আতংকের মধ্যে দিন পার করছি। আমি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পটিয়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও অপহরণের হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের গুম খুনের বিচারের দাবিতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ
পরবর্তী নিবন্ধকলেজ রোডে সিপিডিএল ঝিনুক প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন