পটিয়ায় বৌদ্ধ মন্দির থেকে শত বছরের মূর্তি চুরি

দান বাক্স ভেঙে নিল টাকা

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৩ জুলাই, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

পটিয়ায় বৌদ্ধ মন্দির থেকে শত বছরের পুরনো মূর্তি চুরি ও দান বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট ধাতুচৈত্য বিহারে গত সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। পটিয়া থানার এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া উপজেলারর নবনির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলম দিদার ও ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন ঘটনাস্থলে যান।

স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা অশোক বড়ুয়া বাবু জানান, সোমবার গভীর রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই সুযোগ নিয়ে বিহারের গেটের তালা ভেঙে চোরের দল শত বছরের একটি পিতলের বুদ্ধমূর্তি ও দান বঙের টাকা চুরি করে নিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, মন্দিরে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গু নিয়ে শঙ্কা
পরবর্তী নিবন্ধএলপিজি : ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা বেড়েছে