পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা মহসীন খান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার উপজেলার আমজুর হাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা মহসীন খান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবণ কুমার বিশ্বাস। ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহমিনা আকতার লিপিকার সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক আহম্মদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. এ এস এম সায়েম, প্রফেসর ড. তিলক কুমার দাশ। মূখ্য আলোচক ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু তৈয়ব, আলোচক ছিলেন গবেষক এস এম এ কে জাহাঙ্গীর, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, ভগীরথ দাশ, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুহাইমিনুল ইসলাম খান, জাহেদ, ইমন, সৌরভ, জেবু, জিহান, রেজা, ইশরাক প্রমুখ। পরীক্ষায় উত্তীর্ণ মোট ৯১ জন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে পর পর তিন বার প্রথম হওয়া ৪জন শিক্ষার্থী পেল হ্যাট্রিক পুরস্কার, ট্যালেন্টপুলে ৩৫ জন, সাধারণে ৫৬ জন বৃত্তি প্রাপ্ত হয়। এরমধ্যে পটিয়া পৌরসদরের আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী আদ্রিকা দে প্রথম পুরস্কার হিসেবে কম্পিউটার পুরস্কার লাভ করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, রণাঙ্গনের বীরযোদ্ধা মহসীন খান দেশমাতৃকাকে শত্রুর কবল থেকে মুক্ত করতে অন্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা রাখেন। দেশের জন্য তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুর পরও পরিবার তার নামে মেধাবৃত্তির মাধ্যমে এ অঞ্চলের শিক্ষাকে এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।