পটিয়ায় বিদুৎস্পৃষ্টে মোহাম্মদ রাশেদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে পেশায় একজন মোটর শ্রমিক। রাশেদ উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণিগ্রাম এলাকার মোজাহের মিয়ার পুত্র।
স্থানীরা জানান, বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণিগ্রাম এলাকায় জনৈক ঈসমাইলের ঘরে একটি পানির মোটরের লাইন ঠিক করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, বিদুৎস্পৃষ্টে যুবক নিহতদের ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।