দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেছেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অহংকার। ৭১ এর স্বাধীনতা ও বিজয় কোন এক দল বা ব্যক্তির অর্জন নয়। গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদী সরকার এ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত ও তাদের সাজানো ইতিহাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে। তিনি বলেন,আগামী প্রজন্মকে শিখানো এ বিকৃত ইতিহাস মুছে সঠিক ইতিহাস জানাতে হবে।
তিনি বিজয় দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি সফল করতে এক প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি মহান বিজয় দিবসে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি সফল করতে সর্বস্তরের জনগণকে অংশ গ্রহণের অনুরোধ জানান। এসময় তিনি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। গতকাল শনিবার এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এস এম সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, কলিম উল্লাহ চৌধুরী, নাছির উদ্দিন, আবু জাফর চৌধুরী, জাফর আহমদ ফারুকী, নুরুল আমিন মধু, মোহাম্মদ শওকত, শাহ্ আলম, মো. নাজমুন, মাহবুব আলম মেম্বার, মোহাম্মদ মামুন, মো. শাহজাহান মধু, শফিকুল আলম, মো. ফারুক, মামুন শিকদার, মঈন উদ্দিন, আক্তার হোসেন, এম এ রুবেল, মামুনুর রশীদ প্রমুখ।