চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির মিছিলে যোগদান করেন। সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের পক্ষে এ মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক, বিএনপি নেতা ইছমাইল চৌধুরী, ছৈয়দ নাসির উদ্দীন, মুজিবুর রহমান, নুরুল আমিন, ইদ্রিস পানু, শফিউল আযম, আমির হোসেন, ফজলুল কাদের, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, গাজী মনির, আবছার উদ্দীন সোহেল, মনছুর আমীরি, মিশকাত আহমেদ, আবদুল বারেক, বাহাদুর খাদেমী, আবু সুলতান, বখতিয়ার উদ্দীন বকুল, আমিনুল হক, আবদুল মোতালেব মনু, বছিরুল আলম, সালাম ফারুকী, আবু বক্কর রায়হানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।