পটিয়ায় বিএনপির অফিস ভাংচুর যুবলীগ ও ছাত্রলীগের

শফিউল আজম, পটিয়া | বৃহস্পতিবার , ১৮ জুলাই, ২০২৪ at ১:১৪ অপরাহ্ণ

পটিয়া সরকারি কলেজ থেকে কোটাবিরোধী বিক্ষোভের আধঘন্টা পর বিএনপির অফিস ভাংচুর করেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সাড় ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের পটিয়া সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে পটিয়া সরকারি কলেজ থেকে কোটাবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। কোটাবিরোধী শতাধিক ছাত্র কলেজ থেকে মিছিল সহকারে স্লোগান দিয়ে বের হয়।

এ সময় তারা শান্তিপূর্ণ মিছিল শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে মিছিলটি শেষ করে।

এর আধঘন্টা পর ৩০/৪০ জন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী এসে বিএনপি অফিস ভাংচুর করে। এসময় হামলাকারীরা বিএনপি অফিসের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে চেয়ার টেবিল ভাংচুর করে বাইরে ফেলে দেয়।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ খোরশেদ আলম জানান, যুবলীগ নেতা জমির উদ্দিনের নেতৃত্বে বিএনপি অফিসে অতর্কিত হামলা ও ভাংচুর চালানো হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

এ বিষয়ে যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিনের সাথে ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, ৫০/৬০ জন ছাত্র কোটাবিরোধী স্লোগান দিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ গেলেও কাউকে পাওয়া যায়নি। বিএনপি অফিসে কারা হামলা করেছে তা জানি না।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামসহ সারাদেশে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বন্ধ
পরবর্তী নিবন্ধআলোচনায় বসতে রাজি সরকার : আইনমন্ত্রী