পটিয়ায় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল টেক্সি, চালক আহত

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ৯:৫০ পূর্বাহ্ণ

পটিয়ায় বেপরোয়া বাসের ঈগল পরিবহনের ধাক্কায় ধুমড়ে মুচড়ে গেল একটি সিএনজিচালিত টেক্সি। এতে আহত হয়েছেন টেক্সিচালক মো. হাসান (২৫)। গতকাল শনিবার বিকেল পৌনে পাঁচটায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়ার নাইখাইন গ্যাস পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত হাসান চন্দনাইশ উপজেলার মো. জাফরের পুত্র। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর খবর পেয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি আটক করে থানা হেফাজতে নিয়ে যান। জানা গেছে, ঈগল পরিবহনের একটি বেপরোয়া বাস টেক্সিটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ধুমড়েমুচড়ে যায়। গাড়িতে কোন যাত্রী না থাকলেও চালক মো. হাসান গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় দুর্ঘটনাকবলিত বাস ও টেক্সির কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দীন জানান, এ ঘটনায় কেউ এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ডেঙ্গুতে ৭ দিন পর আরও দুই মৃত্যু
পরবর্তী নিবন্ধ১২০ টন ত্রাণ সামগ্রী নিয়ে ইয়াঙ্গুনে পৌঁছেছে নৌবাহিনীর জাহাজ