পটিয়ায় বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ৪:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া কাগজীপাড়া এলাকায় বাসের ধাক্কায় মোহাম্মদ আরফাত (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। গতকাল শুক্রবার দুপুর ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পটিয়া পৌরসদরের মুন্সেফ বাজারে দোকান রয়েছে আরফাতের। গতকাল দুপুর ৩টার দিকে তিনি মোরসাইকেল চালিয়ে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উঠলে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, কাগজীপাড়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধনগরে মৌসুমী অপরাধী চক্রের দৌরাত্ম্য
পরবর্তী নিবন্ধটেক্সিতেই ডেলিভারি করালেন চিকিৎসক