পটিয়ায় বসতঘরে ডাকাতি, নগদ টাকা স্বর্ণ ও বাইক লুট

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৩০ পূর্বাহ্ণ

পটিয়ায় একটি বসতঘরে হামলা করে ডাকাত দল নগদ টাকা, স্বার্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গ্রামের জসিম উদ্দিনের নতুন বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

জানা গেছে, তারান শরীফের তিন পুত্র জসিম উদ্দিন, নিজাম উদ্দিন ও জামাল উদ্দিনতিন ভাই উত্তর সমুরা এলাকায় নতুন বাড়ি নির্মাণ করে বসবাস করেন। শুক্রবা রাতে ডাকাত দল ছাদের সিঁড়ি ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে মহিলাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এ সময় তিন ভাই ডাকাতদের প্রতিরোধ করতে গেলে সংঘবদ্ধ ডাকাতদল তাদের প্রত্যেককে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় আলমিরার চাবি নিয়ে নগদ ৮৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল সেট লুটে নেয়। সিড়ি ঘরে থাকা মোটরসাইকেলের চাবি নিয়ে মোটরসাইকেলটিও চালিয়ে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মুহাম্মদ সিরাজুল ইসলাম ও পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলামসহ পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

গৃহকর্তা জসিম উদ্দিন জানান, ১৫১৬ জনের একটি ডাকাতদল তাদের ঘরে হানা দিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক আলমিরার চাবিসহ মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ডাকাতদল মালামাল লুট করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজনের শোরচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। ঘটনাটি ৯৯৯এ জানালে ঘটনাস্থলে পুলিশ আসে।

পটিয়া থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনার তদন্তের স্বার্থে এ মুহুর্তে সবকিছু বলা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস পাম্পে কথা কাটাকাটি থেকে ইঞ্জিনিয়ারকে মারধর, থানায় জিডি
পরবর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে নষ্ট দুই হাজার একর ধানক্ষেত