জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প হিসেবে এ দেশে এখনো কোন নেতার জন্ম হয়নি। বঙ্গবন্ধুর পর তিনিই একমাত্র যোগ্য নেতা। পটিয়ায় মসজিদ মন্দির প্যাগোডা ও গির্জাসহ সব জায়গায় সমান উন্নয়ন হয়েছে। এদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। এটা একমাত্র শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। পটিয়ায় এ সরকারের উন্নয়ন আগামীতে দৃষ্টান্ত হয়ে থাকবে।
গতকাল শনিবার পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের সনাতনী সম্প্রদায়ের মানুষের মাঝে পূজার উপহার শাড়ি–লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া, উপজেলা আ.লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির, ইউপি সদস্য বখতিয়ার উদ্দিন বকুল, আবদুল মান্নান বাবুল, মো. হাসান, মো. আবুল হাসান, রফিকুল ইসলাম, পূজা উৎযাপন পরিষদ নেতা তাপস দে, দিলীপ ঘোষ দিপু, জুয়েল দাশ, যাদব সর্দ্দার প্রমুখ।