পটিয়ায় পূর্ব বিনানিহারা একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

পটিয়ার পূর্ব বিনানিহারা জুনিয়র একতা সংঘ আয়োজিত অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আবদুল আজিজ ভারাল্লা শাহ্‌ ফুটবল একাদশ টাইব্রেকারে ৩১ গোলে বিনানিহারা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত শুক্রবার রাতে স্থানীয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পূর্ব বিনানিহারা জুনিয়র একতা সংঘের প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক মঈনুল আলম ছোটনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্ববায়ক এনামুল হক এনাম। তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। উপজেলা যুবদলের যুগ্ম আহ্‌বায়ক মো. সোলাইমান ও জুনিয়র একতা সংঘের উপদেষ্টা মো. সাইফুদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ইসমাইল হোসেন, আবদুর রহমান হিলু, উপজেলা শিক্ষককর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব মাস্টার শফিকুল ইসলাম, কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মোমেন সওদাগর, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্‌বায়ক ওবায়দুল হক রিকু, মাহাবুবুল আলম পারভেজ, মিজানুর রহমান মায়া, শফিকুল ইসলাম, কুসুমপুরা ইউনিয়ন বিএনপির কামরুল ইসলাম চুন্নু, একরাম খাঁন, বাবুল আবছার, আবদুল আজিজ কালু, আইয়ুব আলী, নুর মোহাম্মদ, ওসমান আহমেদ শান্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিদেশি হিসেবে ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি
পরবর্তী নিবন্ধঅধিনায়কত্বের চাপ নিয়ে ভাবছেন না লিটন