পটিয়ায় পুকুরে যুবকের ভাসমান লাশ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৯ পূর্বাহ্ণ

পটিয়ায় রিপন মল্লিক (৩৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার বরলিয়া ইউনিয়নের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বরলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজন বাড়ির বাসিন্দা মৃত মিনাল কান্তি মল্লিকের পুত্র।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে থেকে নিখোঁজ ছিলেন রিপন মল্লিক। গতকাল ভোরে লোকজন পুকুরে তার লাশ ভাসতে দেখে। এরপর থানায় সংবাদ দেয়া হলে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানার ওসি প্রিটন সরকার জানান, রিপন মল্লিক ব্রেন স্ট্রোকে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ কারণে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ২০ লাখ টাকার প্রকল্প
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাস প্রণয়ন ও হীরক জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত