পার্টনার প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে পটিয়া উপজেলার পৌরসভা ব্লকে শেয়ান পাড়া পার্টনার ফিল্ড স্কুলে আমন ধানের স্কুল এর উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে পটিয়া পৌরসভার শেয়ানপাড়ায় এ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্প, খামার বাড়ি ঢাকার প্রোগ্রাম কো–অর্ডিনেটর মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিএই চট্টগ্রামের অতিরিক্ত উপ–পরিচালক (শস্য) মো. ওমর ফারুক, পার্টনার প্রকল্প চট্টগ্রাম বিভাগের সিনিয়র মনিটরিং অফিসার আবু কাউচার মো. সরোয়ার উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান। সঞ্চালনায় ছিলেন কৃষি সমপ্রসারণ কর্মকর্তা তপন কুমার রায়। পার্টনার ফিল্ড স্কুলের সেশন পরিচালনায় সহায়তাকারী ছিলেন পটিয়া উপজেলা কৃষি অফিসের উপ–সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বুলবুল, এসএএও মো. শাহজাহানসহ পৌরসভা ব্লকের কৃষকরা। এ সময় প্রধান অতিথি বলেন, প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন যার নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় রোপা আমনের কৃষক মাঠ স্কুল পরিচালনা করা হয়।