পটিয়ায় পাগলা মহিষের হামলায় আহত চার

পটিয়া প্রতিনিধি  | শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৬:০৯ অপরাহ্ণ

পটিয়ায় কোরবানির মহিষ নিয়ে বিপাকে পড়েছে এক ব্যক্তি। বাজারে গরু কিনতে গিয়ে সখের বসে ১ লাখ চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে মহিষ কিনে সে মহিষের হামলায় ইতিমধ্যে চারজন আহত ও মহিষের আঘাতে একটি বাইসাইকেল ভেঙে চুরমার করার ঘটনাও ঘটেছে। 

আজ শনিবার পটিয়া পৌরসদরের তালতলা চৌকিস্থ ঈসমাইল ভাইস চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ পাগলা মহিষের হামলায় মহিষের হামলায় মোঃ আবু তৈয়ব সোহেল, সজিব, মোঃ সোহেলসহ চারজন আহত হয়।

এদিকে আহমদ নুর নামের একজন কাঠ মিস্ত্রির একটি বাইসাইকেল ভেঙে ফেলে এ মহিষ। 

মহিষের মালিক মোঃ আবু তৈয়ব সোহেল জানান, এ মহিষের সাথে বাজারে আরও কয়েকটি মহিষ ছিল। হয়তো দল ছুট হওয়ায় মহিষ এক ধরনের ক্ষ্যাপা হয়ে উঠেছে। 

আজ দুইদিন ধরে কোন খাবার দাবার না খেয়ে মানুষ দেখলেই তেড়ে যাছে। বাজার থেকে আনার পথেও সেটিকে বিক্রেতারা ডান্ডা বেরি পরিয়ে নিয়ে আসে।

দুইদিন ধরে যেখানে বাঁধা ছিল, সেখানেই রাখা আছে। খাওয়ার বলতে কিছুই খাচ্ছে না। দূর থেকে খাওয়ার ছুড়ে মারা ও মাথায় পানি ঢেলেও কোন কাজ হচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিপনী বিতানে আগুন, ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি
পরবর্তী নিবন্ধরাঙামাটির লংগদুতে বজ্রপাতে চারজন নিহত