পটিয়ায় নৌকার কর্মী–সমর্থকদের তোপের মুখে পড়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী। গতকাল রোববার বেলা ১২টায় পটিয়া পৌরসভার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এলে নৌকার সমর্থকদের তোপের মুখে পড়েন হুইপ সামশুল হক চৌধুরী। ভোটাররা তার সামনে ‘ভোট চোর–ভোট চোর’, ‘নৌকা– নৌকা’ স্লোগান দেন এবং পিছু নেন। কেন্দ্র ঘুরে ফিরে আসার সময় আবারও তোপের মুখে পড়েন সামশুল। হুইপের গাড়ি ঘিরে নৌকার কর্মী সমর্থকরা ‘নৌকা নৌকা’ ও ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। হুইপ মৃদু হেসে তাদের দিকে তাকিয়ে হাত নাড়েন এবং গাড়িতে উঠে পড়েন। এসময় তার গাড়ি ঘিরে রেখে নৌকার কর্মী সমর্থকরা নৌকা নৌকা ও ভুয়া ভুয়া বলে স্লোগানের পাশাপাশি তার গাড়ির গ্লাসে অনেকে চড় থাপ্পড় মারতে থাকেন। এ পরিস্থিতিতে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা ও উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিক্ষোভরত নেতাকর্মীদের ভিড় ঠেলে হুইপের গাড়িটি কেন্দ্র থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন।
এর আগে হুইপ সাংবাদিকদের বলেন, আমাদের জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুষ্ঠু ও উৎসবমুখর ভোট উৎসবের জন্য বলেছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য। তাই আমি নির্বাচনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত ভোটে থাকব। ৩০টি কেন্দ্র থেকে ঈগলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছে না নৌকার সমর্থকরা। কাল (শনিবার) সারারাত তাণ্ডব করেছে। আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়েছে। একটা লাইসেন্সবিহীন মোটরসাইকেল জ্বালিয়ে আমার লোকজনদের এমনকি আমার ছেলেকেও আসামি করেছে। তিনি আরও বলেন, এখানে জোর করে নৌকার পক্ষে ভোট নিয়ে নেয়া হচ্ছে। এ নির্বাচন তো প্রধানমন্ত্রী চাননি। গতরাত থেকে আমার কর্মী–সমর্থকদের ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়েছে। তিনি আরো বলেন, আমি বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি। কিন্তু এর কোনো সুফল পাইনি। এখানে গ্রহণযোগ্য ভোট হচ্ছে না। এদিকে পটিয়ার বিভিন্ন কেন্দ্রে সামশুল হক চৌধুরীর এজেন্টদের পাওয়া না যাওয়া প্রসঙ্গে তার প্রধান নির্বাচন সমন্বয়কারী নাজমুল করিম চৌধুরী শারুনের অভিযোগ, বেশিরভাগ কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দিয়েছে নৌকার সমর্থকরা।