পটিয়ায় ছাত্র-জনতার জনতার উপর হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রবিউল হাসান ইবলুকে (৩০) গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
রবিবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৯.৩০ টার দিকে পটিয়া থানা পুলিশের একটা দল অভিযান চালিয়ে পটিয়া সরকারী কলেজ সংলগ্ন আনোয়ারা রোড থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, ইবলু ৪ আগস্ট পটিয়ায় ছাত্র-জনতার উপর সরাসরি হামলায় অংশগ্রহণকারীদের একজন। এর আগে ১৭ জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয় ভাঙ্গচুরের সাথেও সে জড়িত। বিগত ১৬ ডিসেম্বর রাতে সে পটিয়ায় গোপনে শহীদ মিনারে ফুল দেওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের একজন।
দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এসএম নয়ন বলেন, পুলিশ অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে সেই প্রত্যাশা করছি। অপরাধীরা যাতে কোনো অবস্থাতেই ছাড় না পায়।
ইবলুর গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার উপ-পরিদর্শক ইয়ামিন বলেন, ইবলু পটিয়া থানার মামলায় এজহারভুক্ত আসামী। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।