পটিয়ায় নবাগত ইউএনও’র সাথে ক্রীড়া সংস্থার মতবিনিময়

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩৯ পূর্বাহ্ণ

পটিয়ার নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ফারহানুর রহমান বলেছেন, ক্রীড়ার মাধ্যমে তরুণ যুবকদের শারীরিকও মানসিক বিকাশ সাধিত হয়। পাশাপাশি তারা ক্রীড়ার মাধ্যমে নানাবিদ অসমাজিক কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখতে সমর্থ হয়। তাই বিভিন্ন ফুটবল ও ক্রিকেট সহ নানা ক্রীড়া আসরের মাধ্যমে যুব ও তরুণ সমাজকে ক্রীড়ায় সম্পৃক্ততার মাধ্যমে তাদের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশ সাধনে ক্রীড়া সংস্থাকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, খুব সহসায় একটি ক্রীকেট ও ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়িয়ে পটিয়ায় ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে হবে। তার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্বারোপ করেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক ফারহানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় ইউএনও এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন যুবক ও তরুণদের ক্রীড়ানুরাগী করে গড়ে তুলতে পারলে তারা সমাজের যে কোন ধরণের অপরাধে জড়ানো থেকে বিরত থাকবে। এতে তাদের শরীর মন ও স্বাস্থ্য উভয়েই ঠিক থাকবে। তরুণ প্রজম্মের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হলে শিশু কিশোররাও এতে এগিয়ে আসবে। ফলে সমাজে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফুটবল কোচ মো: নাছির উদ্দিন, ক্রীড়া সংগঠক মিশকাত আহমদ, সাংবাদিক শফিউল আজম, ছাত্র প্রতিনিধি মারুফ আবদুল্লাহ্‌, লিয়াকত আলী, ক্রীড়া সংগঠক মোহাম্মদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধতামিমের নেতৃত্বে খেলার অভিজ্ঞতাটাই অন্যরকম নাঈম হাসানের কাছে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া মরহুম সৈয়দুল বশর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত