পাল্টাপাল্টি কমিটি ও দুর্গা প্রতীমা বসানো নিয়ে পটিয়ায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ধলঘাট ক্যাম্প সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন জগদ্বীশ চৌধুরী (৬০), দিলীপ ঘোষ দীপু (৫৫), জুয়েল দাশ (৩০) ও অজ্ঞাতনামা এক যুবক (২৫)। তারা সকলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। এর মধ্যে জগদ্বীশ চৌধুরীকে পটিয়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার ধলঘাট ক্যাম্পের সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব পালন করা হয়। দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষের সভাপতি জগদ্বীশ মিত্র, সাধারণ সম্পাদক জুয়েল দাশ ও অপর পক্ষের সভাপতি সুবল দে ও সাধারণ সম্পাদক বাবলু দে। আসন্ন শারদীয়া দুর্গা প্রতীমা বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে শুক্রবার সকালে সংঘর্ষ হয়। এর আগে বিরোধের বিষয়টি নিষ্পত্তি করতে গত ২৭ আগস্ট স্থানীয় এমপি সামশুল হক চৌধুরী বরাবর একটি আবেদন করেন। তিনি বিষয়টি সমাধানের জন্য পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনকে দায়িত্ব দিলেও কোনো সুরাহা হয়নি।
ধলঘাট ক্যাম্প শারদীয়া দুর্গোৎসবের একপক্ষের সাধারণ সম্পাদক জুয়েল দাশ অভিযোগ করে বলেন, প্রতীমা বসানো নিয়ে প্রতিপক্ষ অতর্কিতভাবে হামলা করেছে। ঘটনার সময় পটিয়া থানার এসআই উৎপল চক্রবর্ত্তীসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। প্রতিপক্ষ রনধীর মেম্বারের নেতৃত্বে সুমন দে, বাবলু দে ও রনজিত দে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করেছে।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, দুই পক্ষের বিরোধের জের ধরে মারামারি হয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। এটা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।











