পটিয়ায় তিন বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের মাহাবুব চেয়ারম্যানের বাড়ি এলাকায় সামশুল আলমসহ তিন বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাত দল ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।
জানা যায়, রাত প্রায় দেড়টার দিকে ভাটিখাইন করল এলাকার ওবায়দুল আলম শহীদ পার্শ্ববর্তী শ্রীমাই খালের বেড়িবাঁধের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ২/৩ জন ডাকাত অস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে। তখন তিনি ডাকাত বলে চিৎকার দিলে তাকে মারধর করে অস্ত্র ঠেকিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে ডাকাতরা তার ঘর থেকে নগদ ৫ হাজার টাকাসহ প্লাস্টিকের একটি ব্যাংক ভেঙে প্রায় ১৫ হাজার টাকা ও তার স্ত্রীর কানের দুল ও একটি মোবাইল লুট করে। পরে ডাকাত দল প্রতিবেশী আবু তাহেরের ঘরে ঢুকে নগদ ৩০ হাজার টাকা, ২টি মোবাইল সেট, এটিএম কার্ডসহ প্রায় ৭০ হাজার টাকার মালমাল লুট করে নিয়ে যায়। সামশুল আলমের ঘরে ঢুকে সামশুল আলমের স্ত্রীর কানের দুল ও নগদ ৫ হাজার টাকাসহ একটি মোবাইল সেট নিয়ে যায়। গৃহকর্তারা জানান ডাকাতদের হাতে বন্ধুকসহ বিভিন্ন অস্ত্র ছিল।
খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ডাকাতির খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় এখনো কোন অভিযোগ হয়নি।