পটিয়ায় ডিমবাহী পিকআপ ভ্যান খাদে, সাড়ে ৫ হাজার ডিম নষ্ট 

পটিয়া প্রতিনিধি  | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৪:৪৪ অপরাহ্ণ

পটিয়ায় ডিমবাহী একটি পিকআপ ভ্যান উল্টে সাড়ে ৫ হাজার ডিম নষ্ট হয়েছে। মঙ্গলবার (২২এপ্রিল) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার গিরি চৌধুরী বাজারস্থ বাইপাস সড়কের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, চট্টগ্রামমুখী ডিমবাহি পিকআপ ভ্যানটি গিরি চৌধুরী বাজার এলাকায় আসলে মোড় ঘুরতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা অধিকাংশ ডিম নষ্ট হয়ে যায়। পিকআপ ভ্যানটিতে প্রায় সাড়ে ৫ হাজার ড়িম ছিলো বলে জানা যায়। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও কোন হাসপাতালে নেয়া হয়েছে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি।

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন জানান, ডিমবাহি পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও গাড়ির অধিকাংশ ডিম নষ্ট হয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি এখনো উদ্ধার করা হয়নি। দুর্ঘটনার পর কাউকে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধডাকাতি করতে লোহাগাড়া আসার পথে থানা পুলিশের জালে
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, গ্রেপ্তার ৭