পটিয়ায় ডাকাতির সময় পুলিশ দেখে মালামাল রেখে পলায়ন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৬ অপরাহ্ণ

পটিয়ায় নির্মাণাধীন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ডাকাতির চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ একটি ডাকাত দল। এসময় প্রায় ২০ জনের ডাকাত দলটি নির্মাণাধীন এ ফ্যাক্টরির বাউন্ডারি দেয়াল টপকে এবং ওয়ালের নীচে দিয়ে সুরঙ্গ করে ভিতরে প্রবেশ করে ফ্যাক্টরির সাবস্টেশনের গুরুত্বপূর্ণ মেশিনের ক্ষতিসাধন এবং ফায়ার ডোরের লক ভেঙে ব্যাপক ক্ষতিসাধন করে।

ডাকাত দল একটি ট্রাক ও হায়েচ করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার জন্য ফ্যাক্টরির গেটে রাখলেও খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের উপস্থিতি জানতে পেরে মালামাল রেখেই পালিয়ে যায় তারা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট এলাকায় নির্মাণাধীন কে এম এস গার্মেন্টস ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। এ ফ্যাক্টরিটি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমের বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের নির্মাণাধীন কে এম এস গার্মেন্টস ফ্যাক্টরিতে বৃহস্পতিবার ভোরে ২০/২২ জনের একটি ডাকাত দল প্রবেশ করে।

এ সময় ফ্যাক্টরিতে নাইটগার্ডসহ ৬ জন কর্মচারী ছিল। ডাকাত দল ভিতরে প্রবেশ করে ৪জন নাইটগার্ডকে চোখ ও হাত বেঁধে ফেলে। এ ঘটনা টের পেয়ে ফ্যাক্টরির টাইলস মিস্ত্রি মো: সাহাদাত একটি সিঁডির নীচে লুকিয়ে থাকে।

অপরজন ফ্যাক্টরির স্টোর কিপার সাইফুল ইসলাম একটি বাথরুমে অবস্থান নেয়।

এ বিষয়ে ফ্যাক্টরির টাইলস মিস্ত্রি মো: সাহাদাত জানান, রাতে প্রায় ২০জনের একটি ডাকাত দল ফ্যাক্টরিতে প্রবেশ করে। তাদের হাতে বিভিন্ন অস্ত্রসহ রাম দা ও কিরিচ ছিল। আমি কয়েকজন নাইটগার্ডকে মারধর করার শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে যায়।

এ সময় জানালা দিয়ে বাইরে ডাকাত আসার বিষয়টি বুঝতে পেরে আমি একটি বাথরুমে আশ্রয় নিই এবং মোবাইল মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় জানিয়ে দিই। ডাকাতরা আমার নাম ধরে আমাকে খুঁজতে থাকে। এ সময় তারা ফ্যাক্টরির ফায়ার ডোর, সাব ষ্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মূল্যবান মেশিন ভাঙচুর করে এবং মূল্যবান ক্যাবল কাটার দিয়ে কেটে ফেলে।

তাছাড়া ফ্যাকরির বিভিন্ন জিনিসপত্র গাড়িতে ওঠানোর জন্য গেটে রাখলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা এসব মালামাল রেখে পালিয়ে যায়। এতে আমাদের ফ্যাক্টরির ৩০-৩৫ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়।

তিনি আরো বলেন, এর আগেও গত ৪ নভেম্বর একইভাবে একটি ডাকাত দল ফ্যাক্টরিতে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছিল। এ ঘটনায়ও ফ্যাক্টরির দারোয়ান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো: নাজমুন নুর বলেন, পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ভেজাল বিরোধী ও উচ্ছেদ অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ২৫ ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ যুবক আটক