পটিয়ায় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

পটিয়ায় সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট শনিবার সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফকিরপাড়া স্পোর্টিং ক্লাব ৩০ রানে টাইগার ইলেভেন ক্লাবকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে রূপান্তর ক্লাব ৬ উইকেটে ওয়াহিদ কিংস ইলেভেনকে পরাজিত করে এবং তৃতীয় ম্যাচে পপুলার স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে বাহুলী ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পশ্চিম গহিরা খোন্দকার বাড়ি প্রিমিয়ার ক্রিকেট লিগ সম্পন্ন
পরবর্তী নিবন্ধরিয়ালকে লজ্জা দিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সা