পটিয়ায় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

পটিয়ায় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে দলগুলোর ড্র ও ট্রফি উম্মোচন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ জানুয়ারি সকাল ১০টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১৬টি দলের অংশগ্রহণের মধ্যদিয়ে এ টুর্নামেন্ট মাঠে গড়াবে। ১১ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ফকির পাড়া স্পোর্টিং ক্লাব বনাম শোভনদন্ডী বলির বাড়ি ক্রিকেট ক্লাব। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসদরের স্পোর্টস এ্যারিনা মাঠে এ উপলক্ষে ড্র ও ট্রফি উম্মোচন এবং এক মতবিনিময় সভা সূর্য তরুণ ক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও টুর্নামেন্টের উদ্যোক্তা মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুবলী রোড মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন। এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক শফিউল আজম সহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দলের টিম ম্যানেজার ও অধিনায়কবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দল হচ্ছে ফকির পাড়া স্পোর্টিং ক্লাব, শোভনদন্ডী বলির বাড়ি ক্রিকেট ক্লাব, ওয়াহিদ কিংস, রূপান্তর ক্লাব, বাহুলী ক্রিকেট ক্লাব, পপুলার ক্রিকেট একাদশ, কথা আজিমপুর, উড়ন্ত পাখি ক্রিকেট টিম, রিজেন্সি ক্লাব, ব্যাংকার্স এসোসিয়েশন ক্রিকেট ক্লাব, ওয়েস্ট পটিয়া ক্রিকেট টিম, আবাহনী ক্রীড়া চক্র, মনসা স্পোর্টিং ক্লাব, এলিট ফাইটার্স, শাহ্‌ আমির ক্রিকেট ক্লাব ও ভেল্লা পাড়া ক্রিকেট টিম।

পূর্ববর্তী নিবন্ধমমতা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধফেডারেশন কাপে আবাহনী হারালো মোহামেডানকে