পটিয়ায় টাকা বিলির অভিযোগে দুজনকে গণধোলাই

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

একদিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে পটিয়ায় শুরু হয়েছে টাকা বিলি। উপজেলার কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে টাকা বিলির অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়েছেন দুইজন। তারা হলেন পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের মো. আজাদ (২৪) ও তার চাচাতো ভাই মো. ইলিয়াছ (২০)। গতকাল শুক্রবার বিকেলে মধ্যম মেহেরআর্টি এলাকা থেকে তাদের দুইজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. হোসাইন রানা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে এলাকায় টাকা বিলি করতে গিয়ে জনতা দুইজনকে আটক করেন। এ সময় আরো একজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। ক্ষুব্ধ জনতা তাদের আটক করে পুলিশে সোর্পদ করেছে। পরে পটিয়া থানার এসআই মো. মহসিন এ দুইজনকে থানায় নিয়ে যায়।

পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, আটককৃতদের একজন গাড়ি চালক। তারা ভাড়া নিয়ে কুসুমপুরায় গেলে এলাকার লোকজন সন্দেহ করে মারধর করে পুলিশে সোর্পদ করেছে। তাদের অভিভাবকদের থানায় ডাকা হয়েছে। তাদের বিষয়ে যাচাই বাছাই করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধক্যাম্পে রোহিঙ্গা শিক্ষককে গুলি করে হত্যা