পটিয়ায় আন্তঃজেলা চোরাই গাড়ি বিক্রয় চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গ্যাস সিলিন্ডারসহ গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গত মঙ্গলবার দুপুরে পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলী এলাকার একটি বাউন্ডারি দেওয়া প্লটে চোরাই গাড়ির বিভিন্ন অংশে বিভক্ত করে বিক্রয় করার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া পৌরসভার বাহুলী এলাকার অস্থায়ী বসবাসরত জালাল মোল্লার ছেলে মো. রাজু (২৩), উপজেলার কচুয়াই গ্রামের আবুল কালামের ছেলে মো. নুর আলম (৩০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব গোছামারা গ্রামের মসম আলীর ছেলে মো. মুরাদ (৪৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোরাই গাড়ি বিক্রয় চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা ১টি গাড়ির পুরাতন ইঞ্জিন, ২টি পুরাতন গ্যাস সিলিন্ডার, ৪টি গাড়ির চাকা, ৫টি গাড়ির কাটা অংশ বিশেষ, ৩ টুকরা গাড়ির সিটের অংশ বিশেষ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান হতে কমদামে চোরাই গাড়ি ক্রয় করে এনে ওই এলাকায় বিভিন্ন অংশ বিভক্ত করে বিক্রয় করে আসছিলো।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।