পটিয়ায় চেক বিতরণে নাছির প্রধানমন্ত্রী সবসময় গরিব দুঃখীর কথা ভাবেন

| বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বিজিএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ নাছির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গরিবদুঃখীদের কথা ভাবেন এবং সবসময় অসহায় মানুষের পাশে আছেন। সম্প্রতি পটিয়া উপজেলার দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পটিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক প্রদানকালে মোহাম্মদ নাছির আরো বলেন, যেসব পরিবারে দুরারোগ্য রোগে আক্রান্ত তারাই বোঝেন কতটা অসহায় মানুষ। তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের খাদ্যের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামে গ্রামে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধু কন্যা গৃহহীনভূমিহীন মানুষদের জন্য ঘরের ব্যবস্থা করছেন। তিনি শুধু দেশের উন্নয়নই নয়, মানুষের পাঁচটি মৌলিক দাবিখাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ করে দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ মেম্বার, সবুজ বড়ুয়া, আশিষ তালুকদার, মাঈনুদ্দিন চৌধুরী, মহি উদ্দিন মহি, মোহাম্মদ নাজিম উদ্দিন, সৈয়দ তালুকদার, নাজিম উদ্দিন তালুকদার, এরশাদুর রহমান, আব্দুল মালেক, ইদ্রিস চৌধুরী, কুতুব উদ্দিন, প্রতিমা চৌধুরী, হাসিনা আকতার, রোকেয়া খানম সহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিআই কার্যক্রম জোরদারে ওয়ার্ড সমন্বয় কমিটির সভা
পরবর্তী নিবন্ধদক্ষ তরুণ সমাজই স্মার্ট বাংলাদেশ গড়ার হাতিয়ার