পটিয়ায় রান্নার চুলা থেকে আগুন লেগে বসতঘর পুড়ে নিঃস্ব হয়েছে একটি পরিবার। অগ্নিকাণ্ডে টিনসেট বসতঘর, নগদ অর্থ ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে আগুনের ক্ষতি থেকে পাশের বাড়িঘর রক্ষা পেলেও সম্পূর্ণভাবে পুড়ে যায় আশিকুর রহমানের টিন সেটের একমাত্র মাথা গোঁজার ঘরটি।
ক্ষতিগ্রস্ত মো. আশিকুর রহমান জানান, আগুনে আমাদের বাড়ির সব কিছুই পুড়ে শেষ হয়ে গেছে। আমার জমানো নগদ ৩৮ হাজার টাকা, ফ্রিজ ও মোবাইলসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। এতে আমার প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে আমি অসহায় হয়ে পড়লাম।
ক্ষতিগ্রস্ত আশিকুরের স্ত্রী তানজিনা বলেন, রান্না অবস্থায় ছিলাম। আমি ওয়াশরুমে গেলে চুলা থেকে ঘরে আগুন লেগে আমাদের ঘরের ৬টি রুমসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের কোন ধরনের আসবাবপত্র বের করতে পারিনি।
পটিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও এ ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। তবে আগুন থেকে পার্শ্ববর্তী ঘরগুলোকে রক্ষা করা সম্ভব হয়।