পটিয়ার শান্তির হাট এলাকায় একটি চলন্ত পিক–আপ গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের শান্তির হাট মাদ্রাসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে গেলেও তার আগেই গাড়িটি পুড়ে যায়। প্রতক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম নগরের দিক থেকে পটিয়ার দিকে আসা একটি পিক–আপ জিরি মাদ্রাসা গেট সংলগ্ন শান্তিরহাট বাজারে আসলে চলন্ত অবস্থায় এতে আগুন লেগে যায়। পরে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসেন। তবে তার আগেই গাড়িটি পুড়ে যায়।
কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। তবে সিলিন্ডার বিস্ফোরন হয়নি। গাড়ির ব্যাটারির ওয়ারিং সংযোগ থেকে গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।