পটিয়ায় নিজের বাড়ির সেপটিক ট্যাংক থেকে নুরুল হক (৫০) নামে এক গৃহকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরবান আলীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল হক (৫০) ওই বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন স্ক্র্যাপ ব্যবসায়ী ছিলেন।
এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪দিন পূর্বে নুরুল হক নিখোঁজ হয়। গত দুইদিন ধরে তাদের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হতে থাকলে আজ শুক্রবার পরিবারের সদস্যরা সেপটিক ট্যাংকের ডাকনা উল্টাতেই দৃশ্যমান হয় লাশের। পরে লাশটি দুপুরে পুলিশ গিয়ে উদ্ধার করে নুরুল হকের বলে সনাক্ত করা হয়।
প্রতিবেশীরা জানান, দুই মাস আগেও বাবলু তার বাবা-মাকে মারধর করেছিল, যা নিয়ে ইউনিয়ন পরিষদে বিচার হয়েছিল।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার এখনো প্রকৃত কারণ অনুসন্ধান করা যায়নি। ঘটনার ক্লু উদ্ধারে কাজ চলছে।