পটিয়ায় গৃহবধূ হত্যা মামলা আসামি বাকলিয়ায় গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:২৪ পূর্বাহ্ণ

পটিয়ায় দুই সন্তানের জননী গৃহবধূ শিউলি বেগমকে হত্যার ঘটনায় দায়ের হওয়ার মামলার পলাতক আসামি মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়া (৫২)- কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত মুন্সি মিয়া পটিয়া জঙ্গলখাইন এলাকার মোহাম্মদ আব্দুল হকের ছেলে।

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৫ ডিসেম্বর বিকেলে জঙ্গলখাইন এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শিউলির ছেলের সঙ্গে প্রতিবেশী তরুণের ঝগড়া হয়। এর জের ধরে ঘরে ঢুকে শিউলি বেগমকে ছুরিকাঘাত করা হয়। তখন শিউলি বেগমকে রক্তাক্ত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিউলির স্বামী বাদী হয়ে পটিয়া থানায় সাত জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ৪নম্বর আসামি মুন্সি মিয়া।

পূর্ববর্তী নিবন্ধগাজা যুদ্ধে প্রাণ গেছে ১৩ হাজার শিশুর : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধদেওয়ানহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু