পটিয়ায় গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ

ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ at ১০:০২ পূর্বাহ্ণ

পটিয়ায় নুসরাত জাহান (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে পিতার বাড়ির পক্ষ থেকে অভিযোগ উঠেছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নুসরাতের এক ভগ্নিপতি ও ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার শ্বশুরবাড়িতে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। তবে এ বিষয়ে গতকাল শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। গৃহবধূ নুসরাত পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খিল ৮ নং ওয়ার্ড আজিজুর রহমান সওদাগরের বাড়ির মো. হাসান উদ্দীনের স্ত্রী। স্বামী ও তার পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে গৃহবধূ নুসরাত জাহান অসুস্থতা বোধ করছিলেন। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বমি করার সময় বমি দিয়ে রক্ত যেত। তাকে নিয়মিত চিকিৎসাও করা হচ্ছিল। তাদের পরিবারে নাঈমুল হাসান নামে ৫ বছরের একটি সন্তান রয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় একইভাবে বমি করছিলেন এবং বমির সাথে রক্ত যাচ্ছিল। এ সময় তাকে নিয়ে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নুসরাতের বোনের জামাই সুমন ও ভাই জিহাদ তালুকদারের অভিযোগ, নুসরাতকে তার স্বামীর পরিবার পরিকল্পিতভাবে হত্যা করেছে। অভিযোগের প্রেক্ষিতে নুসরাতের মরদেহের ময়নাতদন্ত করা হয়।

নুসরাতের চাচাতো ভাই মো. সোহেল জানান, নুসরাতের বাবামায়ের যক্ষ্মা রোগ ছিল। নুসরাতও সে রোগে আক্রান্ত ছিল। সে কারণেও তার মৃত্যুর আশঙ্কা রয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে। নুসরাতের স্বামী সাথে তার ভালো বোঝাপড়া ছিল। তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল না। ২০২০ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

নুসরাতের শ্বশুরবাড়ির লোকজনসহ এলাকাবাসী নুসরাতের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নুসরাতের ভগ্নিপতি ও এক ভাই মৌখিকভাবে অভিযোগ করলেও এখনো পর্যন্ত কোনো পক্ষ লিখিতভাবে পটিয়া থানায় অভিযোগ দেয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বামীর পরিবারে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে এক সপ্তাহ পর একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫
পরবর্তী নিবন্ধপেকুয়ায় পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ইউনুস গ্রেপ্তার