পটিয়ায় নিজ বাড়ির পাশে গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবসত গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার ৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোহাম্মদ ওমর ওসমান (৫১) নামের এক স্কুল কর্মচারী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের পূর্ব পেরালা গ্রামের মৃত হাফেজ আহমদের ছেলে।
ওমর ওসমান পটিয়া পৌরসদরের এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, গত শনিবার নিজ বাড়ির পাশে গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবসত গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় ওসমান। এসময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে পটিয়া এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের কর্মরত ছিলেন ওসমান। তার স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ওসমান গাছ থেকে পড়ে গুরুতর আঘাত পায়। এতে তার ঘাড় ও মেরুদন্ড ভেঙ্গে যান। তার মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।