পটিয়ায় গভীর রাতে আগুনে পুড়ল দুই দোকান

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

পটিয়ায় গভীর রাতে আগুনে পুড়ল ২ দোকান। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো দোকানের মালিক আবদুল আলিম ও মোহাম্মদ মিজান তাদের দোকান বন্ধ করে রাতে ঘরে চলে যান। রাত আড়াইটার দিকে তারা খবর পায় দোকানে আগুন লেগেছে। ততক্ষণে তারা এসে দেখেন দোকান ২টি পুড়ে ছাই হয়ে গেছে।

দোকানের মালিক মিজানুর রহমান বলেন, আমার সাথে স্থানীয় এক ব্যক্তির শত্রুতা রয়েছে। এ কারণে সে এর আগেও বেশ কয়েকবার আমার দোকানের ক্ষয়ক্ষতি করতে চেয়েছিল। এ নিয়ে আমি আদালতে একটি সাধারণ ডায়েরিও করেছি। যে আশঙ্কা নিয়ে আমি কোর্ট জিডি করেছি, শেষ পর্যন্ত তাই হলো। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। আমি চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বের করুক।

আবদুল আলীম নামের অপর দোকানদার বলেন, আমার দোকানের সব পুঁজি হারিয়ে ফেলেছি। আমার পুঁজি বলতে আর কিছুই রইল না। শত্রুতার আগুনে পুড়েছে আমাদের দোকান। আমাদেরকে পথে বসানো ও এ জায়গা থেকে উচ্ছেদ করতেই দোকানে আগুন দেওয়া হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই।

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। যার ফলে আশেপাশে আগুন ছড়াতে পারেনি। সার্ভিস লাইন পুরাতন হওয়ায় হয়তো শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ২টি দোকান আগুনে পুড়ে যাওয়ার কথা শুনেছি। এ বিষয়ে যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত করে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ছোরাসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনাব্য সংকট, নির্মাণাধীন নতুন জেটিতে আশা