পটিয়ায় গণঅধিকার পরিষদের সমাবেশ কাল

উপস্থিত থাকবেন নুরুল হক নূর

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৪৯ পূর্বাহ্ণ

আগামীকাল শনিবার (১২ জুলাই) পটিয়ায় গণঅধিকার পরিষদের ‘জুলাই গণসমাবেশ’। পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর।

এই উপলক্ষে গতকাল গণঅধিকার পরিষদ পটিয়া উপজেলা শাখার আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডা. এমদাদুল হাসান। এতে লিখিত বক্তব্যে তিনি জানান, দক্ষিণ চট্টগ্রামে বৃহৎ রাজনৈতিক উদ্যোগের অংশ হিসেবে জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে পটিয়াসহ পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে, ছাত্র, যুবক, শ্রমিক ও পেশাজীবীসহ হাজারো মানুষ অংশ নেবেন। জেলা কমিটির সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডা. বি কে দত্ত, সদস্য সচিব এজাজুল হক, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আরাফাত নবাব, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি গোলাম সোবহান, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহসভাপতি মেহেদী হাসান সাফি, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে ডা. এমদাদুল হাসান অভিযোগ করে বলেন, ভিপি নুরুল হক নুরের আগমনকে কেন্দ্র করে পটিয়ার বিভিন্ন পয়েন্টে লাগানো ব্যানারফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে। একদল দুষ্কৃতিকারী এ কাজের সাথে জড়িত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জড়িতদের চিহ্নিত করা হয়েছে। আমরা এ ব্যাপারে স্থানীয় প্রশসানকে অবহিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

পূর্ববর্তী নিবন্ধদাখিল পরীক্ষায় ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসায় শতভাগ পাস
পরবর্তী নিবন্ধকামালে ইশকে মুস্তফা মাদরাসার ভালো ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত