পটিয়ায় খালে মাছ ধরতে নেমে কিশোরের মৃত্যু

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ৯:৫২ অপরাহ্ণ

পটিয়ায় খালে মাছ ধরতে নেমে জাল পেঁচিয়ে পানিতে ডুবে তারেকুর রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৩ টার দিকে পৌরসভার চাঁনখালী খালে (ইন্দ্রপুল খাল) এ ঘটনা ঘটে।

তারেক বিভিন্ন কমিউনিটি হলে বিয়ের অনুষ্ঠানে বয় হিসেবে কাজ করত। সে পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড দক্ষিণ বিল নতুন বাড়ি এলাকার নাছির আহমদের পুত্র।

এ সময় খালের পাড়ে থাকা তার দুই বন্ধু তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। খালের প্রবল স্রোতে সে তলিয়ে যায়। ঘটনার প্রায় দেড় ঘন্টা পর চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে উদ্ধার করে।

তার বন্ধু নুরুল কবির জুয়েল বলেন, আমরা তিনজনে মিলে জাল নিয়ে খালে মাছ ধরতে যায়। এরমধ্যে তারেক সাঁতার দিয়ে খালের অন্য পাড়ে যাওয়ার জন্য শরীরের সাথে জাল পেঁচিয়ে নেয়। পরে সাঁতরে কিছুদূর যাওয়ার পর পাড়ের কাছাকাছি গিয়ে ডুবে যাচ্ছিল।

এ সময় আমরা দুজন গিয়ে তাকে তুলতে চেষ্টা করি। কিন্তু পানির অতিরিক্ত স্রোতে তারেক যখন ডুবে যাচ্ছিল তখন আমরা তাকে আর ধরে তুলতে পারিনি।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালে তল্লাশি চালিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুলসহ ৭৯ জনকে আসামি করে মামলা
পরবর্তী নিবন্ধসাবেক এমপি বদি নগরীতে আটক