পটিয়া বাড়ির পাশে খালের পানিতে ডুবে এক শিশুরু মৃত্যু হয়েছে। উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কোলাগাঁওয়ের টেক এলাকায় ইমতিহান (৪) নামের এক শিশু পানিতে খালের পানিতে ডুবে প্রাণ হারায়। সে কোলাগাঁওয়ের টেক এলাকার মো. শফির পুত্র। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, শফির বাড়ির পাশে চানখালী খালের একটি ছোট শাখা খাল রয়েছে। দুপুর ১২ টার সময় শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে খাল পাড়ে চলে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিশুটিকে না পেয়ে তার পিতা মো. শফি খাল পাড়ে খোঁজ করতে গিয়ে তাকে খালের পানিতে ভাসতে দেখে তার পিতা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় লোকজনের সাহায্যে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর পিতা মো. শফি জানান, সে সকালে কাজে গিয়ে দুপুরে বাড়ি ফেরার পর তার শিশু সন্তান ইনতিহানকে না দেখে এদিক সেদিক খোঁজাখুঁজি করার পর খাল পাড়ে গিয়ে পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদে আছর শিশুটিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।