পটিয়ায় খানকাহ এ কাদেরিয়া ছৈয়দিয়া তৈয়্যবিয়ায় খাজা গরিবে নেওয়াজ মহিউদ্দিন চিশতির (রা.) বার্ষিক ওরশ সম্প্রতি খানকা শরীফে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি উত্তর, দক্ষিণ মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম আনচারী। আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আবু তালেব বেলাল। চেয়ারম্যান মাহাবুবুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্বারী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম কাদেরী, খানকার ইমাম মাওলানা শেখ আবদুল আজিজ। উপস্থিত ছিলেন শওকত আলী চৌধুরী, কাজী আবু মহসিন, জাকির হোসেন মেম্বার, ফজলুল করিম, আবদুল কুদ্দুস, হাজী আবু তালেব, হাসমত আলী, আবু নোমান ফারুকী, বাবুল মেম্বার, হাজী আলতাফ হোসেন, কামাল উদ্দিন, আরফাতুর রহমান, মাহাবুর রহমান, আবদুল কাদের, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, সিরাজ সও: প্রমুখ। প্রধান বক্তা আবু তালেব বেলাল বলেন, খাজার দরবারে শুধু আমরা নই, মুঘল সম্রাট আকবর তার সন্তানকে বাঁচানোর জন্য আর্জি নিয়ে হাজির হয়েছিলেন এবং তাঁর সন্তান বেঁচেছিল। তিনি আউলিয়া কেরামের আদর্শ ও হুজুর কেবলার দিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। খবর প্রেস বিজ্ঞপ্তির।