পটিয়ায় নিজ বাড়ির অদূরে একটি ফসলের ক্ষেত থেকে নুরুল ইসলাম (৫২) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর ছনহরা এলাকার একটি ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে স্থানীয়রা ক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে ও পটিয়া পৌরসদরের বাস স্টেশন এলাকার একটি হোটেলের কর্মচারী বলে জানা গেছে।
জানা গেছে, নুরুল ইসলাম পৌরসদরের বাস স্টেশন এলাকার সম্রাট হোটেলে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিলেন। সদরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন আর তার পরিবার গ্রামের বাড়িতে থাকত। মাঝে মধ্যে রাতে বাড়িতে যেতেন নুরুল ইসলাম। হোটেলের মালিক জানিয়েছেন, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে তিনি হোটেল থেকে বেরিয়ে পড়েন। এরপর সকালে তার লাশ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া পরনের কাপড় কিছুই ছিল না। তার শার্ট দিয়ে পেটের মধ্যে শক্ত বাঁধ দেওয়া ছিল। পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, ঘটনার খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। কে বা কারা ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।