পটিয়ায় কৃষক লীগ নেতা আবুল কাশেম গ্রেফতার

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১২:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় গত ৪ আগস্ট ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষনকারী কৃষক লীগ নেতা আবুল কাশেম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে জামায়াত নেতার দায়ের করা হত্যা চেষ্টা মামলার এজহারভুক্ত আসামি। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার হাইদগাঁও ইউনিয়নের দিঘীরপাড় এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আবুল কাশেম হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। সে হাইদগাঁও ইউনিয়নের মৃত নুর কাদেরের ছেলে। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণকারী সাবেক ইউপি সদস্য আবুল কাশেম গত ২৭ আগস্ট জামায়াত নেতার দায়ের করা মামলার এজহারভুক্ত ২০ নং আসামী। এছাড়াও তার বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে থানায়। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে : রফিকুল আলম
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে