পটিয়ায় কুসুমপুরা ফুটবল প্রিমিয়ার লিগ সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

কুসুমপুরা ফুটবল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে কুসুমপুরা সোসাইটি। গতকাল শুক্রবার বিকেলে পটিয়ার কুসুমপুরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় তারা ৩০ গোলের ব্যবধানে বোয়ালখালী ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। ফাইনাল খেলার পর আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার চেয়ারম্যান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী সিরাজ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, এস. এম. সুমন, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, কুসুমপুরা ইউপিথর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, দীন মোহাম্মদ, সাবেক কমিশনার আমীর হোসেন, তারেক রহমান, শহিদুল ইসলাম সাজ্জাদ, মাহমুদুর রহমান মান্না, আবদুল করিম, আবদুল হাকিম, নাজিম উদ্দিন, মো. আলমগীর, আবদুল কুদ্দুস, আবদুস সালাম, জাহাঙ্গীর মাহমুদ চৌধুরী, হাবিবুর রহমান হাবীব, মো. নঈম উদ্দিন, মোহাম্মদ বাদশা, মো. ফোরকান, মো. রবিন, মো. হেলাল, রাজু, আলমগীর, নেজাম, মিজান, আরিফ মান্না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ধারাভাষ্যকার মোহাম্মদ সাইফুদ্দিন এবং ইউছুফ শাহ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধআমাদের কামব্যাক করার সুযোগ আছে বললেন তানজিদ তামিম