পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শক্তিশালী রাঙ্গুনিয়া কর্ণফুলী ক্রীড়া পরিষদকে ২–১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল কুতুবদিয়া সিটিজেন পার্ক ফুটবল একাডেমি। খেলায় ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন কুতুবদিয়ার দলীয় অধিনায়ক মোঃ আখতার হোসেন বাতু। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার জিরি সাইদরস্থ খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধে উভয় দল আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে খেলে। এক পর্যায়ে ছোটন রাখাইনের গোলে এগিয়ে যায় কুতুবদিয়া ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ছোটনের গোলে ম্যাচে সমতা ফেরায় রাঙ্গুনিয়া ক্রীড়া পরিষদ। দ্বিতীয়ার্ধের খেলা শেষের ১০ মিনিট পূর্বে গোল করে দলকে এগিয়ে নেন কুতুবদিয়া সিটিজেনের অধিনায়ক মোঃ আখতার হোসেন বাতু। পরে রেফারী শেষ বাঁশি বাজালে ২–১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন কুতুবদিয়া সিটিজেন পার্ক ফুটবল একাডেমি। এ জয়ের ফলে তারা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্নামেন্ট কমিটির আহবায়ক এম ইদ্রিচ চৌধুরী অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এবিটস’র প্রতিষ্ঠাতা আবু তাহের ইমু। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির সচিব কুতুব উদ্দিন রানা, এবিটস কর্মকর্তা আজিজুল হক এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আরিফুর রহমান সুমন, মো: জাহাঙ্গীর, মফিজুল ইসলাম, রায়হান চৌধুরী বোরহান, জিএম বাবু, মিনহাজ, শহীদ, নওশাদ, সায়েম, শিপন প্রমূখ।