পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু উদ্বোধনী ম্যাচে কালারপোল ক্রীড়া সংস্থার শুভ সূচনা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে উদ্বোধনী খেলায় চকবাজার স্পোর্টিং ক্লাবকে ৩২ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে গতবারের চ্যাম্পিয়ন কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা। খেলার শুরু থেকে একদল অপরদলের গোল পোষ্টে একের পর এক আক্রমণ সানিয়ে তোলে। এতে প্রথম গোলের দেখা পায় কালারপোল ক্রীড়া সংস্থা। পরে দ্বিতীয় গোল করে ২০ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে নাটকীয়ভাবে খেলায় সমতায় ফিরেন চকবাজার স্পোর্টিং ক্লাব। খেলার শেষ সময়ে এসে জয়সূচক গোল করে ৩২ গোলের ব্যবধানে জয়লাভ করে মাঠ ছাড়ে কালারপোল ক্রীড়া সংস্থা। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন কালারপোল ক্রীড়া সংস্থার ১০নং জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ হাসান। এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসন্ট্রির সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এম ইদ্রিচ চৌধুরী অপু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলআরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, গাফ্‌ফার নাহার ট্রাষ্টের চেয়ারম্যান শামসুল আলম, আলআরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর পরিচালক আহমেদুল হক। খেলার ধারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকার মো. আবদুল মন্নান, চানহরি মন্ডল ও ক্ষুদে ধারাভাষ্যকার মো. সাইফুদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট স্টেডিয়ামকে উৎসবে পরিণত করতে চায় বিএনপি
পরবর্তী নিবন্ধসিডনি টেস্টের প্রথম দিনেই অল আউট ভারত