পটিয়ায় এক সপ্তাহেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র মুহিতের

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে এক সপ্তাহেও খোঁজ মেলেনি ইয়াছিন আরাফাত মুহিত (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর। মুহিত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের মৃত আবুল হোসেনের বাড়ির কৃষক আকতার হোসেনের পুত্র। সে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা হামিদিয়া বাগদাদিয়া হেফজ খানা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র। এ ঘটনায় গত ৩ জুলাই মুহিতের পিতা মোহাম্মদ আকতার হোসেন বাদি হয়ে পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন। নিখোঁজ মুহিতের চাচাত ভাই ব্যাংক কর্মকর্তা রবিউল হোসেন ইফাত জানান, গত ৩০ জুন বিকেল ৩টায় মুহিত বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। রাত ৯টার দিকে তার পিতা মাদ্রাসার হেফজ বিভাগে শিক্ষক হাফেজ মোহাম্মদ হারুনের কাছে মোবাইল ফোনে সে মাদ্রাসায় পৌঁছেছে কিনা জানতে চাইলে ওই শিক্ষক মুহিত মাদ্রাসায় আসেনি বলে নিশ্চিত করেন। গত ২ বছর ধরে সে ওই মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়ন করে আসছিল। তার নিখোঁজের ঘটনায় বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে বলেও জানান তিনি।

এরপর থেকে মুহিত কে তার আত্মীয় স্বজনের বাড়ি ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও গত এক সপ্তাহ ধরে তার কোন খোঁজ পাওয়া যায়নি। ২ভাই, ২বোনের মধ্যে সবার ছোট মুহিত না পেয়ে তার পিতামাতা ও ভাই বোনসহ পরিবারের সবাই ভেঙ্গে পড়েছেন। মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ হারুন জানান, নিখোঁজ ইয়াছিন আরাফাত মুহিত খুবই শান্ত প্রকৃতির ছাত্র। তার হেফজ প্রায় শেষ হয়েছে। এখন সে দাওরা করবে। এ অবস্থায় তার কি হলো কিভাবে নিখোঁজ হলো কিছুই বুঝতে পারছি না। পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনায় একটি লিখিত ডায়েরি হয়েছে। আমরা আমাদের সাধ্যমত তার খোঁজ নিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেস ক্লাব সদস্যদের চিকিৎসায় স্থায়ী ফান্ড করার ঘোষণা সুফী মিজানের
পরবর্তী নিবন্ধরাউজানে বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তির মৃত্যু