পটিয়ায় একশ জলাশয়ে হচ্ছে না মাছ চাষ

মালিকানা ও আইনি জটিলতা পরিত্যক্ত এসব জলাশয়ে মাছ চাষের উদ্যোগ মৎস্য অফিসের

শফিউল আজম, পটিয়া | সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রায় একশটি পুকুর ও জলাশয়। মামলামোকদ্দমা, পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব এবং আইনি জটিলতার কারণে এসব জলাশয় পরিত্যক্ত অবস্থায় আছে। এতে করে বছরের পর বছর মাছ চাষ ব্যাহত হচ্ছে।

উপজেলার বিভিন্ন মৎস্য চাষি ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, মৎস্য ও পোনা চাষের জন্য পটিয়া সুন্দর ও উপযোগী স্থান। উপজেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন আইনি জটিলতায় জলাশয়গুলো মাছ চাষের অনুপযোগী হয়ে পড়ে আছে। মাছের পোনা উৎপাদনে বৃহত্তর চট্টগ্রামের মধ্যে পটিয়া রয়েছে প্রথম অবস্থানে। মাছ উৎপাদনেও এ উপজেলা তৃতীয় অবস্থানে রয়েছে। পরিত্যক্ত শতাধিক জলাশয়ে সংস্কার ও জটিলতা নিরসনের উদ্যোগ নিলে মাছ চাষ ও পোনা উৎপাদনে আরো সফলতা আসবে বলে মনে করেন মাছ চাষি ও সংশ্লিষ্টরা।

পটিয়া উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট পুকুর ও দিঘির সংখ্যা ৮৮৩৩টি। যার আয়তন ১৮৫৪.৯৩ হেক্টর। মোট খাস পুকুরের সংখ্যা ৫৬টি; আয়তন ১৩.২৬৭ হেক্টর। মৎস্য খামার রয়েছে ১৭৬টি, যার আয়তন ২৯৯.৫৫ হেক্টর এবং বার্ষিক মাছ উৎপাদন ৭০৬৫.৩২ মেট্রিক টন। এছাড়া মোট জলমহালের সংখ্যা ১৮টি এবং এসব জলমহালের আয়তন ৩১৩৯.২০৬ হেক্টর। বার্ষিক মৎস্য আহরণ ২০২২.৩৩ মেট্রিক টন। মোট মাছের চাহিদা ৯০৫২.০০ মেট্রিক টন। মোট মাছের উৎপাদন ৯০৮৭.৬৫ মেট্রিক টন। পটিয়ায় সরকারি হিসেবে ৮০৯০টি পরিত্যক্ত জলাশয় রয়েছে জানিয়ে সিনিয়র উপকলামজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে বলেন, মালিকানা ও নানা জটিলতার কারণে পরিত্যক্ত এসব জলাশয়ে মাছ ও পোনা চাষ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা এসব জলাশয়ের মালিকদের মোটিভেশনের মাধ্যমে মাছ ও পোনা চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জানা যায়, পটিয়া উপজেলায় মৎস্য চাষির সংখ্যা ৩৪৩০ জন। মোট নার্সারি পুকুরের সংখ্যা ৮৩৫, মৎস্য নার্সারির সংখ্যা ২২২টি। বার্ষিক পোনা উৎপাদন ৮০৭.১৭ লক্ষ। বার্ষিক পোনার চাহিদা ৭১৩.৪২ লক্ষ। বার্ষিক অতিরিক্ত পোনা উৎপাদন ৯৩.৮৩ লক্ষ। উপজেলায় মেটকো লিমিটেড নামে একটি মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। মৎস্য খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান রয়েছে ৭টি, হ্যাচারি রয়েছে ৩টি। এর মধ্যে সরকারি একটি ও বেসরকারি ২টি। উপজেলায় মোট হাটবাজার রয়েছে ৪৬টি। এর মধ্যে সাপ্তাহিক ৩৩টি, দৈনিক ১৩টি এবং আড়ত রয়েছে একটি।

উপজেলা মৎস্য অফিস জানায়, পটিয়া ও কর্ণফুলীতে নিবন্ধনকৃত জেলের সংখ্যা ১১৭১ জন। পোনা অবমুক্তি পুকুরের সংখ্যা ৯০টি, যার আয়তন ১৮.২৩ হেক্টর এবং অবমুক্ত পোনার পরিমাণ ০.২৫০ মেট্রিক টন। সুফলভোগী রয়েছেন ২১৩৫০ জন।

পূর্ববর্তী নিবন্ধসবাই মিলে সরকার গঠন করলে গণতন্ত্র মজবুত হবে : তারেক রহমান
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা