পটিয়ায় ইয়াবাসহ প্রেমিক যুগল গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

পটিয়ায় ৫শ পিস ইয়াবাসহ প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। তারা কক্সবাজার থেকে ইয়াবা ফেরি করে নিয়ে যাচ্ছিল ঢাকায়। শুক্রবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, কঙবাজার জেলা ও থানার পৌরসভাধীন পিটিআই স্কুল (৬ নং ওয়ার্ড) বর্তমান ঠিকানা লাহার পাড়া (১নং ওয়ার্ড) ঝিলংজা ইউপি এলাকার মোঃ সেলিম ও নাজমা আক্তার দম্পতির ছেলে মোঃ জাবেদ (২৮) ও একই এলাকার নুরুল ইসলাম ও মমতাজ বেগম দম্পতির কন্যা এবং কঙবাজার জেলার পৌরসভার সমিতি পাড়ার নাসিরের বাড়ির নেজাম উদ্দিন রাব্বীর স্ত্রী আনিকা রহমান (২০)। যাত্রীবাহী বাসে করে ইয়াবা আনার গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ মহাসড়কের খরনা রাস্তার মাথায় তল্লাশি চৌকি বসায়। এসময় কঙবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস থামিয়ে সন্দেহভাজন এ দুই প্রেমিক যুগলকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকারোক্তি দেয়। পরে তাদের দেহ তল্লাশি করে জাবেদের প্যান্টের পকেট থেকে ৩শ পিস ও আনিকার গায়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাঁচশত পিস ইয়াবা সহ প্রেমিক যুগলকে আটকের সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, আটককৃত দুইজন পাঁচশত পিস ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল। তারা দুইজনেরই স্বামীস্ত্রী ও সন্তান সন্ততী থাকলেও তারা পরষ্পরকে প্রেমিক প্রেমিকা পরিচয় দেন এবং তারা পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে জানান। আটক যুবকের বিরুদ্ধে কঙবাজার থানায় আরো দুটি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদলীয় স্বার্থে পুলিশ বড় অপরাধ করেছে, আমরা লজ্জিত : আইজিপি
পরবর্তী নিবন্ধহিন্দুদের ওপর সহিংসতা সংক্রান্ত ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর